শিল্প কারখানায় রাসায়নিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিতঃ 6:51 pm | January 31, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিইসি)-এর আয়োজনে কারখানার রাসায়নিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কনফারেন্স রুমে দুইদিন ব্যাপি কোর্সের সমাপনি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিইসি)-এর চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান।

এসময় তিনি প্রশিক্ষণে আগত প্রশিক্ষনার্থী কর্মকর্তাদের মধ্যে সনদপত্রও বিতরণ করেন।

অনুষ্ঠানে শিল্প-কারকানার রাসায়নিক দ্রব্যের ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত ৪০ জন কেমিষ্ট ও কেমিক্যাল
ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থা হতে আগত কর্মকর্তাগণ উক্ত প্রশিক্ষনে প্রশিক্ষনার্থী হিসেবে অংশগ্রহন করেন।

কালের আলো/এএ/এমএইচএ

Print Friendly, PDF & Email