সংসদে না যাওয়ার সিদ্ধান্তে এখনও অটল ঐক্যফ্রন্ট : রিজভী

প্রকাশিতঃ 1:19 pm | January 28, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সংসদে না যাওয়ার সিদ্ধান্তে এখনও অটল আছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘প্রহসনের এই নির্বাচনে সংসদে যাওয়ার কোনো মানে নেই। খালেদা জিয়ার জামিনে আইনি বাধা না থাকলেও সরকারের ইচ্ছেয় তাকে জেলা রাখা হয়েছে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘কোনো পুলিশ সরকারের বিরুদ্ধে গেলেও তাকে আক্রমণের মুখে পড়তে হয়। আইনশৃঙ্খলা বাহিনী রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়ায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে অবনতি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি যেন কেউ দেখার নেই, শোনার নেই। প্রতিদিনই বাড়ছে খুন, গুম, ধর্ষণ, গণধর্ষণ, অপহরণ, ডাকাতি ও ছিনতাইয়ের মতো লোমহর্ষক ও ন্যাক্কারজনক ঘটনা। ’

আইন নিজস্ব গতিতে চলছে না, আইন ক্ষমতাসীনদের হাতের মুঠোয় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আইনের প্রয়োগের বদলে ক্ষমতাসীনদের বেআইনি বলপ্রয়োগের প্রতাপে জনজীবনে অরাজকতার গভীর অন্ধকার নেমে এসেছে।’

এ সময় আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের ফাঁড়া কাটবে না বলেও মন্তব্য করেন রিজভী।

কালের আলো/এএ/এমএইচএ

Print Friendly, PDF & Email