আওয়ামী লীগ কথামালার রাজনীতিতে বিশ্বাসী নয়: প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ 8:16 pm | January 25, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

কোনও প্রতিশ্রুতি দিলে তা বাস্তবায়িত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ কথামালার রাজনীতিতে বিশ্বাসী নয়, আমরা যে প্রতিশ্রুতি দেই, তা বাস্তবায়ন করি। ২০০৮ এবং ২০১৪ সালের নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম তার অধিকাংশই ইতোমধ্যে বাস্তবায়ন করেছি।’

শুক্রবার (২৫ জানুয়ারি) সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি বলেন, ‘একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা ‘‘সমৃদ্ধির অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য বাংলাদেশ’’ স্লোগান সংবলিত নির্বাচন ইশতেহার ঘোষণা করেছি। ইশতেহার ঘোষণাকালে আমি এর সারাংশ আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আপনারা অনেকেই এই দলিলটি ইতোমধ্যে পড়েছেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, আমাদের যেকোনও নীতিমালা প্রণয়নে এবং উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে এই ইশতেহারটি পথ-নির্দেশক হিসেবে কাজ করবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র্য হ্রাস, শিক্ষা ও চিকিৎসার সুযোগ বিস্তার, শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস, নারীর ক্ষমতায়নসহ আর্থ-সামাজিক নানা সূচকে বাংলাদেশ গত দশ বছরে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। শুধু এশিয়ার দেশগুলোরই শীর্ষে নয়, কোনও কোনও ক্ষেত্রে আমাদের অর্জন অনেক উন্নত দেশকেও ছাড়িয়ে গেছে। বিশ্ব নেতারা তাই বাংলাদেশকে চেনেন ‘‘উন্নয়নের রোল মডেল’’ হিসেবে।’

সরকারের সাফল্যকে দেশের সব মানুষের সাফল্য হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের এই পথচলা মসৃণ ছিল না। শত প্রতিকূল অবস্থা মোকাবিলা করে আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করেছি। যার সুফল আজ জনগণ পাচ্ছেন। এ অর্জন শুধু সরকারের নয়, এ অর্জন দেশের প্রতিটি পরিশ্রমী মানুষের।’

দারিদ্র্যের হার হ্রাস ও মাথাপিছু আয় বৃদ্ধির পরিসংখ্যান তুলে ধরে তিনি আরও বলেন, ‘আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছে। বর্তমানে দারিদ্র্যের হার ২১ দশমিক ৮ শতাংশে হ্রাস পেয়েছে যা ২০০৫-২০০৬ সালে বিএনপি সরকারের আমলে ছিল ৪১ দশমিক ৫ শতাংশ। এছাড়াও মাথাপিছু আয় ৫৪৩ মার্কিন ডলার থেকে ১ হাজার ৭৫১ ডলারে উন্নীত হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩ বিলিয়ন থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৩ বিলিয়ন মার্কিন ডলার।’

কালের আলো/এএ/এমইচএ

Print Friendly, PDF & Email