ময়মনসিংহে ডিবির অভিযানে ১৪ মাদকবিক্রেতা আটক

প্রকাশিতঃ 9:23 pm | January 09, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহে পৃথক অভিযানে মাদকসহ ১৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (০৯ জানুয়ারি) বিকেলে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, মঙ্গলবার বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে তারাকান্দার বকশিমুল এলাকা থেকে দেড়শ নেশাজাতীয় ইনজেকশনসহ মাদক বিক্রেতা শাহানাজ (৪৫), ভালুকা উপজেলার জামির দিয়া থেকে ১০ গ্রাম হেরোইন ও ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিক্রেতা তাইজুদ্দিন (৩৭), সাইদুল ইসলাম (৪০), ফারুক হোসেনকে (৩২) আটক করা হয়।

এছাড়াও ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী ফার্স্ট প্রাইভেট হাসপাতাল থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা মনিরুজ্জামান (৩৫), রফিক (৩৮), শেখ ফয়জুর রহমান (৪৪), সায়েম (৪০), আক্কাছ আলী (৪৩), আক্তারজ্জামান (৩৪), মনতলা এলাকা থেকে ৪৫০ গ্রাম গাঁজাসহ বিক্রেতা আ. জলিল (৩৫), আকবর হোসেন মুছা (৪০) এবং নান্দাইল উপজেলকে কুড়াটি থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা আতাউর রহমান (২২) ও মাসুদকে (২৯) আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ওসি শাহ কামাল।

কালের আলো/ওএইচ

Print Friendly, PDF & Email