ঢাকার বড় স্বস্তি : সাকিব ফর্মে আছে

প্রকাশিতঃ 7:53 pm | January 02, 2019

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

২০১৬ সালের বিপিএলে চ্যাম্পিয়ন। রাজশাহী কিংসকে হারিয়ে দিয়ে বিজয়ের মালা নিজেদের গলায় পরে নিয়েছিল সাকিব আল হাসানের দল। ২০১৭ সালের বিপিএলেও তারা ছিল অপ্রতিরোধ্য। শক্তিশালী। সেই অপ্রতিরোধ্য গতি দিয়ে তারা ঠিকই পৌঁছে গিয়েছিল ফাইনালে। কিন্তু দুর্ভাগ্য, ফাইনালে একা ক্রিস গেইলের কাছে হারতে হয়েছিল সাকিব আল হাসানের দলকে। গেইল সেঞ্চুরি করেছিলেন সেদিন।

যথারীতি এবারও নেতৃত্বে সাকিব আল হাসান। দলটিতে যেন ক্যারিবীয় ক্রিকেটারদের মিলনমেলা বসেছে। সুনিল নারাইন, রোভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেলের মত বিদেশি ক্রিকেটাররা রয়েছে তাদের দলে। রয়েছে আফগান তারকা হজরতুল্লাহ জাজাই, ইংলিশ তারকা ইয়ান বেল।

দেশি তারকাদের মধ্যে রনি তালুকদার, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, আসিফ হাসান, মিজানুর রহমান, শাহাদাত হোসেন রাজীবরা রয়েছে দলে।

সুতরাং, এবারও ঢাকা ডায়নামাইটসকে শক্তিশালী দল হিসেবেই আখ্যায়িত করা হচ্ছে। শিরোপার অন্যতম দাকিদারও তারা। যদিও, বিপিএলের ৬ষ্ঠ আসর শুরুর প্রাক্কালে দলটির সবচেয়ে বড় স্বস্তির জায়গা হচ্ছে, অধিনায়ক সাকিব আল হাসান রয়েছেন দারুণ ফর্মে। শুধু ফর্মই নয়, নেতৃত্বগুণেও এখন অনেক এগিয়ে তিনি।

ঢাকা ডায়নামাইটসের কোচ খালেদ মাহমুদ সুজন আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের পাশে একাডেমি মাঠে অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এভাবেই নিজের সন্তুষ্টির কথা জানান।

এবারের বিপিএলে ঢাকার লক্ষ্য কি? জানতে চাইলে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা নিয়েই শুরু করব ইনশাআল্লাহ। এই ফরম্যাটে মোমেন্টামটা এত তাড়াতাড়ি বদলে যায়, আসলে সেটা আবার ফিরিয়ে আনা কষ্টকর। তাই প্রতিটা খেলার জন্যই মোমেন্টামটা খুব গুরুত্বপূর্ণ।’

দলের বিদেশি কালেকশন সহ খেলার মাঠে একাদশের কম্বিনেশনটা কিভাবে গঠন করা হবে? এমন প্রশ্নের জবাবে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমাদের দল ভালো, আমাদের বিদেশি ক্রিকেটারের কালেকশনও ভালো, আমাদের কম্বিনেশনও খুব ভালো মাশআল্লাহ। প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ, প্রতিটা দলই শক্তিশালী থাকবে, আমাদের ভুল খুব কম করতে হবে। যত ভুল কম হবে তত ভালো হবে।’

ঢাকার প্রথম লক্ষ্যই হলো শেষ চার নিশ্চিত করা। এরপর চ্যাম্পিয়নশিপ। এ জন্য তাদের সবচেয়ে বড় ভরসার নাম অধিনায়ক সাকিব আল হাসান। এ সম্পর্কে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘দিন শেষে প্রথম চারে যাওয়া মূল লক্ষ্য থাকবে। এরপর চ্যাম্পিয়ন হওয়া লক্ষ্য। এছাড়া আমাদের অধিনায়ক সাকিব অনেক ফর্মে আছে। এটা অনেক বড় একটা ব্যাপার। সে এখন দারুণ নেতৃত্ব দিচ্ছে, এটাও অনেক বড় কিছু। সাকিব সেভাবে খেললে আমি মনে করি সে একাই অনেক কিছু করতে পারে।’

ঢাকা ডায়নামাইটস
সাকিব আল হাসান, সুনিল নারাইন, রোভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল ও হজরতউল্লাহ জাজাই, শুভাগত হোম, রনি তালুকদার, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, অ্যান্ড্ ু বার্জ, ইয়ান বেল, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজীব, নাইম শেখ।

কালের আলো/এএ/এমএইচএ

Print Friendly, PDF & Email