২৫ আসনে জামায়াত নেতাদের প্রার্থিতা বহাল

প্রকাশিতঃ 8:40 pm | December 23, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫ টি আসনে জামায়াত নেতাদের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন।

রোববার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ এক সংবাদ সম্মেলনে জানান, আইনগত ভাবে জামায়াত নেতাদের প্রার্থীতা বাতিলের সুযোগ নেই ইসির।

এর আগে বিকেল সাড়ে ৩টায় নিবন্ধন হারানো জামায়াত নেতাদের ২৫ আসনে প্রার্থিতার বিষয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)। জামায়াতের ২৫ প্রার্থীর মধ্যে ২২ জন বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে এবং বাকি ৩ জন এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

কালের আলো/এএ/এমএইচএ

Print Friendly, PDF & Email