নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য ৩৯৪ কোটি টাকা বরাদ্দ

প্রকাশিতঃ 6:38 pm | December 23, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক ব্যবস্থা হাতে নিয়েছে নির্বাচন কমিশন।

এরই অংশ হিসেবে নির্বাচনে দায়িত্ব পালরে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার-ভিডিপি, কোস্টগার্ড, এপিবিএনসহ বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য ৩৯৪ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৫১৭ টাকা বাজেট বরাদ্দ করেছে নির্বাচন কমিশন।

এর মধ্যে বাংলাদেশের পুলিশের ১০১ কোটি ২৬ লাখ ৮৪ হাজার ২৫০ টাকা, র‌্যাবের  ১৩ কোটি ৫১ লাখ ৮০ হাজার ৫০০ টাকা। বাংলাদেশ কোস্ট গার্ডের ১ কোটি ৫৬ লাখ,

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৩ কোটি ৬১ লাখ ৩৪ হাজার ২৩২ টাকা। আনসার ও ভিডিপি ১৬৩ কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৬৫০ টাকা এবং সশস্ত্র বাহিনী বিভাগকে ৬০ কোটি ৩৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা দেওয়া হয়েছে। 

কালের আলো/এএ/এমএইচএ

Print Friendly, PDF & Email