ড. কামালের ওপর হামলা, ৩দিনের মধ্যে প্রতিবেদন চায় ইসি

প্রকাশিতঃ 5:53 pm | December 17, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার ইসির যুগ্ম সচিব মো: আবুল কাসেম এ তথ্য জানান।

তিনি বলেন, ড. কামাল হোসেনের ওপর হামলার ঘটনায় তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছে কমিশন।

তিনি বলেন, সেখানকার প্রকৃত ঘটনা, পুলিশ কী ব্যবস্থা নিয়েছে বা নেয়া হচ্ছে সেটিও প্রতিবেদনে জানাতে বলা হয়েছে।

গত ১৪ ডিসেম্বর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে ফেরার সময় ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলা চালানো হয়।

এদিকে হামলার ঘটনায় ১২ জনকে আসামি করে দারুসসালাম থানায় মামলা হয়েছে। শনিবার রাত ১২টায় এ মামলা দায়ের করেন ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু।

কালের আলো/এএ/এমএইচএ

Print Friendly, PDF & Email