ইবিতে ছাত্রদলের কর্মীকে পেটাল ছাত্রলীগ

প্রকাশিতঃ 8:16 pm | January 31, 2018

কালের আলো ডেস্ক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রদলের এক কর্মীকে পিটিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, আজ বুধবার (৩১ জানুয়ারি) সকালে ক্লাস করতে আসে আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী মিজানুর রহমান নিহান। সকাল ১১ টার দিকে মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ভেতরে দেখা হয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের কর্মী বনি আমিনের সাথে।

এরপর বনি আমিন মিজানকে বলে, ‘কিরে ছাত্রদলের মিছিলে তোর সামনে দেখা যায় কেন?’ জবাবে সে বলে, ‘মিছিলের সামনে থাকি তাতে কি হয়েছে..?’ এরপর তাদের মাঝে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বনি মিজানকে মারতে শুরু করে। এরপর মিজান দৌড়ে অনুষদের বাইরে গেলে সেখানে তাকে ধরে গাছের ডাল ভেঙ্গে মারতে থাকে ছাত্রলীগের সাধারণ গ্রুপের কর্মী জোবায়ের ও মেসবাহ। মারামারির এক পর্যায়ে মিজান দৌঁড়ে পালিয়ে গেলে জোবায়ের পেছন থেকে তাকে ঢিল মারে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক বলেন, ‘স্বাভাবিক ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করার সময় আমাদের এক কর্মীকে মারধর করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। আমাদের কর্মীর সাথে খারাপ আচারণ করায় তাকে মারধর করা হয়েছে।’

 

তথ্য-সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Print Friendly, PDF & Email