নৌকায় ভোট দিয়ে আরেকবার দেশ সেবার সুযোগ দিন : প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ 5:25 pm | December 12, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আজকে পিতা-মাতা, ভাই হারা আমি। আপনারা দায়িত্ব নিয়েছেন আর প্রতিবার সেই দায়িত্ব আপনারা পালন করেন। আপনারাই ভোট দেন, আপনারাই নির্বাচিত করেন। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি সরকার প্রধান হয়ে দেশের সেবা করার সুযোগ পাই।’

জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আপনারা যে দায়িত্ব পালন করছেন তার জন্য কৃতজ্ঞতা জানচ্ছি। এখনো আমি আপনাদের কাছে সেই দায়িত্ব দিয়ে যাচ্ছি। আমার আপনজন বলতে আছে একটা ছোট বোন আর আছেন আপনারা। আপনারাই আজকে আমার আপন জন হয়ে সেই নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আরেকটি বার দেশ সেবার সুযোগ করে দিবেন। আপনাদের কাছে সেটাই চাই।

আজ বুধবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোটালিপাড়ায় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে বুধবার বিকেল ৪টার দিকে শেখ হাসিনা জনসমাবেশস্থলে আসেন। এদিন আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের জনসংযোগ শুরু হওয়ার পর এটিই সংগঠনের সভাপতি শেখ হাসিনার প্রথম জনসভা। এদিন দুপুর ২টা ৪০ মিনিটে ধর্মীয় গ্রন্থ থেকে তেলাওয়াতের মাধ্যমে জনসভার কার্যক্রম শুরু হয়।

জনসভা ঘিরে জেলা ও আশেপাশের জেলা থেকে নেতাকর্মীরা দুপুর ১২টার আগে থেকেই জনসমাবেশস্থলে আসতে শুরু করেন। বিকেল ৩টা নাগাদ কানায় কানায় ভরে যায় স্কুলমাঠ।

জনসভায় সভাপতিত্ব করছেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র জয়ধর। সভা পরিচালনা করছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আয়নাল হোসেন।

কালের আলো/এএন/এমএইচএ

Print Friendly, PDF & Email