আওয়ামী লীগ নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে : রব

প্রকাশিতঃ 7:01 pm | December 02, 2018

কালের আলো প্রতিবেদক:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরকারি দল আওয়ামী লীগ সরে দাঁড়াতে পারে বলে মনে করছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। আজ রোববার বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবের হলরুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

আ স ম আবদুর রব বলেন, ‘সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিরোধী দল নির্বাচন করবে না। আমার তো মনে হচ্ছে, সরকার দলই নির্বাচন করবে না। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে তখন সরকার দেখছে, তাদের বিপক্ষে ভোটার জনগণ ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করার চেষ্টা করতেছে। আর সরকারের দু-একজন বলেও ফেলছেন, হেরে গেলেও দেশ ছেড়ে যাব না।‘

জাতীয় ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, ‘দেশ ছেড়ে ইতিমধ্যে অনেকে (আওয়ামী লীগ নেতা) চলে গেছেন, সামনে কিছু দিনের মধ্যে সরকারি দলের প্রার্থীসহ অনেকে পালিয়ে যেতে পারেন। যারা দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে বেগম পাড়া করেছেন, মন্ত্রী পাড়া করেছেন, জনতার আদালতে তাদের বিচার হবে-এ জন্য তারা দেশ ছেড়ে পালাবেন।’

আবদুর রব বলেন, ‘মা-বোনেরা যেন ঘর থেকে বেরিয়ে নিরাপদ থাকতে পারেন সেটি নিশ্চিত করতে হবে। রাতের বেলায় ধরে নিয়ে যাবে, সকাল বেলা লাশ পাওয়া যাবে-এটাতো গণতন্ত্র নয়, এ জন্য তো মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করিনি। জাতীয় ঐক্যফন্টের মাধ্যমে আমরা ন্যায়বিচার চাই, আন্দোলন অব্যাহত রেখে ভোটের দিন গণজাগরণ সৃষ্টির মাধ্যমে ভোট বিপ্লব ঘটাতে হবে।’

পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে জেএসডির সভাপতি বলেন, ‘আপনারা কোনো নেতা, এমপি, মন্ত্রীর ধারক-বাহক হিসেবে জনগণের বিরুদ্ধে যাবেন না। আপনারা আমাদের শত্রু নন, আমরাও আপনাদের শত্রু নই।’ কতজন গ্রেপ্তার করতে পারেন-দেখা যাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন রব।

এসময় উপস্থিত ছিলেন জেএসডির সহসভাপতি বেগম তানিয়া রব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল প্রমুখ।

কালের আলো/এমএইচএ

Print Friendly, PDF & Email