গাড়িতে অগ্নিসংযোগকারীকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান

প্রকাশিতঃ 10:45 pm | November 14, 2018

ডেস্ক রিপোর্ট, কালের আলো:
রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপিকর্মীদের সংঘর্ষের সময় দুষ্কৃতিকারীরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গাড়িতে আগুন দেয়।

তাদের একজনের গাড়িতে আগুন দেয়ার ছবি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তাকে ধরিয়ে দিতে সবার সহযোগিতা চাওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।

আজ (বুধবার) সন্ধ্যায় ডিএমপির কাউন্টার টেররিজম ফেসবুক পেজে এই ঘোষণা দেয়া হয়।

ফেসবুক পেজে ০১৭১৩৩৭৩১৪৭ এই নম্বর উল্লেখ করে নাম ঠিকানা ও তথ্য জানিয়ে সহায়তা করতে বলা হয়।

আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিএনপি নেতাকর্মীদের। ধাওয়া-পাল্টাপাল্টি ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় নয়াপল্টন। দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন পুলিশ সদস্যও। পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে।

এই সংঘর্ষের সময় কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুলের দিকে রাস্তার উভয় পাশে যান চলাচল বন্ধ থাকে। পরে বিকাল সোয়া ৩টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

কালের আলো/এনএম

Print Friendly, PDF & Email