দাবি না মানলে আন্দোলন: ঐক্যফ্রন্ট

প্রকাশিতঃ 7:06 pm | November 06, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ সফল না হলে রোডমার্চের ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। একইসঙ্গে তফসিল না পেছালে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রার ঘোষণা এসেছে সোহরাওয়ার্দীর জনসভা থেকে।

প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপের আগের দিন মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করে ঐক্যফ্রন্ট। জোটের প্রধান নেতা ড. কামাল হোসেন ছাড়াও বিএনপি, নাগরিক ঐক্য, জেএসডি, ঐক্য প্রক্রিয়া, গণফোরামের নেতারাও বক্তব্য রাখেন জনসভায়।

গত ১ নভেম্বর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সঙ্গে প্রথম দফা সংলাপে বসে জাতীয় ঐক্যফ্রন্ট। সেদিন কাক্সিক্ষত ফল না পেয়ে আবার সংলাপে বসতে চিঠি দেয় এই জোট। পরে বুধবার বেলা ১১টায় তাদেরকে সময় দেয়া হয়।

আগের দিন সোহরাওয়ার্দীতে ঐক্যফ্রন্টের এই সমাবেশে দৃষ্টি ছিল সেখান থেকে কী ঘোষণা আসে।

বিএনপি মহাসসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সমঝোতা, সংলাপ এবং শান্তির নামে কোনো নাটক চলবে না। বুধবার অসন্ন সংলাপে ৭ দফা দাবি মেনে না নিলে আগামী ৮ নভেম্বর রাজশাহী অভিমুখে রোডমার্চ ও পরের দিন রাজশাহীতে জনসভা করা হবে। একইভাবে পরবর্তিতে বরিশাল ও খুলনাতেও সভা করবে ফ্রন্ট।’

কালের আলো/এনএম

Print Friendly, PDF & Email