বুধবার শরিকদের সঙ্গে বৈঠক করবে বিএনপি
প্রকাশিতঃ 10:24 pm | October 30, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবে বিএনপি।
বুধবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।এতে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৩০ অক্টোবর) রাতে জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান এ তথ্য জানান।
দলীয় সূত্র বলছে, বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক বিষয়াবলীসহ আগামী নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।
কালের আলো/ওএইচ