বেল্ট খুলে সাংবাদিককে বেধড়ক পেটালেন ইউপি চেয়ারম্যান

প্রকাশিতঃ 5:52 pm | October 26, 2018

কালের আলো ডেস্ক:

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কোমরের বেল্ট খুলে সাংবাদিককে বেধড়ক পেটালেন কুড়িগ্রামের রাজারহাটের ৩নং ইউপি চেয়ারম্যান এনামুল হক।

শুক্রবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় রাজারহাট বাজারের কফি হাউজ মোড়ে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গমের বীজ চাওয়া নিয়ে সাংবাদিক আল্লামা ইকবাল অনিকের সঙ্গে স্থানীয় চেয়ারম্যান মো. এনামুল হকের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে চেয়ারম্যান তার কোমরের বেল্ট দিয়ে সাংবাদিক অনিককে বেধড়ক পেটানো শুরু করেন। এতে তার মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে অনিককে উদ্ধার বাড়িতে নিয়ে এলে রাজারহাট থানার অফিসার ইনচার্জের (ওসি) সহযোগিতায় আহত সাংবাদিককে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়।

রাজারহাট থানার ওসি কৃষ্ণ কুমার সরকার ঘটনা প্রসঙ্গে বলেন, ‘চেয়ারম্যান খুবই খারাপ কাজ করেছে। এই ঘটনার পর আমি ঘটনাস্থলে গিয়েছিলাম; তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। সে সুস্থ হয়ে থানায় অভিযোগ দিলে আমরা তা অবশ্যই দেখব।’

এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান এনামুল হক বলেন, ‘বৃহস্পতিবার রাতে অনিকের বাবা ঠাট্টা করে আমার কাছে গম বীজ চায়। তাই আমিও তার বাবার সঙ্গে ঠাট্টা করি। আজ সকালে আমি কফি হাউজে গেলে তার ছেলে অনিক আমার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এরই এক পর্যায়ে আমি ধাঁক্কা দিলে; দেয়ালে লেগে তার মাথায় গুরুতর আহত হয়।’

অনিকের বাবা আউয়াল হোসেন বলেন, ‘আমি গতকাল রাতে গম বীজ চাইলে চেয়ারম্যান বলেন আপনার ছেলেকে টাকা দিয়েছি; সেখান থেকে গম বীজ কিনে নেন। আজ সকালে ছেলেকে ঘটনাটি জানায়। পরে সে এ ঘটনায় প্রতিবাদ করায় চেয়ারম্যান তাকে পেটায়।’

এদিকে সাংবাদিক অনিকের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে। ডিইউজের নির্বাহী পরিষদের সদস্য গোলাম মুজতবা ধ্রুব বলেন, ‘আমরা হামলার ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যানকে দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করছি। না হলে সাংবাদিকদের পক্ষ থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

সাংবাদিক অনিক ডেফোডিল বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা শেষে সবশেষ মাছরাঙ্গা টেলিভিশনে কর্মরত ছিলেন।

ঘটনার পর বিষয়টি নিয়ে এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।

কালের আলো/ওএইচ

Print Friendly, PDF & Email