ঘরেই বিশ্রাম নিচ্ছেন পেলে

প্রকাশিতঃ 3:14 pm | January 20, 2018

কালের আলো ডেস্ক: ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিশ্রান্ত হয়ে পড়ে গিয়েছিলেন তিনি। এমন খবরকে ‘মিথ্যে’ বলে উড়িয়ে দিলেন পেলের মুখপাত্র।

আগামী রোববার লন্ডনে পেলের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়েছিল। তবে আয়োজক সংগঠন ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশ জানায়, পেলে পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিন্তু এমন খবর ভুয়া জানিয়ে মুখপাত্র বলেন, ৭৭ বছর বয়সী সাবেক সান্তোস তারকা ব্রাজিলে তার নিজ বাসায় বিশ্রামে আছেন।

হোসে ফরনস রদ্রিগুয়েস নামের ঐ মুখপাত্র বলেন, ‘সে আসলে লন্ডনে দীর্ঘ এই যাত্রা করতে চাননি। ওখানে যেতে হলে অনেকগুলো প্লেন ও বিমানবন্দর পার করতে হবে।’

পেলে অবশ্য এর আগে কিডনি ও প্রস্টেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। যেখানে মস্কোয় গত ডিসেম্বরে ২০১৮ সালের বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে তিনি এসেছিলেন হুইলচেয়ারে বসে।

সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচিত পেলে তার ২১ বছরের ক্যারিয়ারে ১ হাজার ৩৬৩ ম্যাচে ১ হাজার ২৮১টি গোল করেন। এর মধ্যে ব্রাজিলের জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচে করেন ৭৭ গোল।

ব্রাজিলকে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালের বিশ্বকাপ জেতাতে অবদান রাখা পেলেকে ফিফা শতাব্দীর সেরা ফুটবলার হিসেবে ঘোষণা করে।

Print Friendly, PDF & Email