গোহাইলকান্দি মীর বাড়ি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিতঃ 7:33 pm | October 18, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বৃহস্পতিবার (১৮ অক্টোবর ) বিকেলে গোহাইল কান্দি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ৩-০ গোলে ময়মনসিংহ জিলা স্কুল কে পরাজিত করে মীর বাড়ি চাঁদের আলো চ্যাম্পিয়ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকরামুল হক টিটু প্রশাসক, ময়মনসিংহ সিটি কর্পোরেশন। সভাপতিত্বে করেন জনাব আলহাজ্ব মোঃ মাহ্বুবুর রহমান দুলাল, কাউন্সিলর, ৪নং ওয়ার্ড, ময়মনসিংহ পৌরসভা।

এসময় তিনি বলেন, ফুটবলের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নিয়েছে। সরকারের লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে ফুটবল প্রতিভা তুলে আনা।

তিনি আরো বলেন, খেলাধুলার অভাবে দেশে যুব সমাজ মাদকের দিকে ঝুঁকছে। বর্তমানে দেশের যুব সমাজের বৃহৎ অংশ মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছে। তাই খেলাধুলা চর্চার মাধ্যমে যুবসমাজকে উন্নয়নের ধারায় ফিরিয়ে আনতে সরকার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

খেলা পরিচালনা করেন মোঃ মকবুল হোসেন সাবেক সদস্য ময়মনসিংহ ফুটবল ফেডারেশন।

এসময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি,  দুলাল উদ্দিন দুলাল ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর, মোঃ ইসরাফিল খান সাবেক ই পি সি এস, এম এ, ডিএআইবিবি-১,ডিজিএম (অবঃ),বীর মুক্তি যোদ্ধা মোঃ মীর রবিউল আওয়াল আংগুর,মোঃ শরিফ,যুবলীগ নেতা মিলন ও প্রমুখ।খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন মীর মোঃশরাফত আলী ও মীর মো হায়দার আলী।খেলায় পুরুস্কার বিতরনের পরে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায়, ময়মনসিংহ পৌরসভার সদ্য বিদায়ী মেয়র মো: ইকরামুল টিটুকে অভিনন্দন জানিয়ে দর্শকদের মাঝে মিষ্টি বিতরণ করেন জনাব আলহাজ্ব মোঃ মাহ্বুবুর রহমান দুলাল,কাউন্সিলর,৪নং ওয়ার্ড,।

কালের আলো/একেএম

Print Friendly, PDF & Email