ইবিতে “আর্সেনিক ইন কোকোনাট ওয়াটার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিতঃ 9:27 pm | October 06, 2018

ইবি প্রতিনিধি, কালের আলো:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইনভারনমেন্টাল সাইন্স এন্ড জিওগ্রাফি বিভাগের আয়োজনে “আর্সেনিক ইন কোকোনাট ওয়াটার” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের শ্রেনীকক্ষে এ অনুষ্ঠিত হয়। সেমিনারে ইনভারনমেন্টাল সাইন্স এন্ড জিওগ্রাফি বিভাগের সভাপতি প্রফেসর ড. এস এম মোস্তাফা কামালের সভাপতিত্বে অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা। সেমিনারে আরো বক্তব্য রাখেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি

অনুষদের ডিন প্রফেসর ড. মমতাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ইনভারনমেন্টাল সাইন্স এন্ড জিওগ্রাফি বিভাগের সভাপতি প্রফেসর ড. এস এম মোস্তাফা কামাল।

“আর্সেনিক ইন কোকোনাট ওয়াটার” শীর্ষক সেমিনার কিনোট উপস্থাপন করেন শিক্ষা মন্ত্রনালয়ের সেকেন্ডারী এন্ড হাইয়ার এডুকেশন ডিভিশনের অতিরিক্ত সচিব ড. মোঃ মাহমুদুল হক। “আর্সেনিক ইন কোকোনাট ওয়াটার” শীর্ষক সেমিনারে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমান, প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, প্রফেসর ড. অশোক কুমার চক্রবর্তী, প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মন, প্রফেসর ড. আতিকুর রহমান প্রমুখ।

সেমিনার অনুষ্ঠানটি পরিচালনা করেন ইনভারনমেন্টাল সাইন্স এন্ড জিওগ্রাফি বিভাগের শিক্ষক ইফফাত আরা।

কালের আলো/ওএইচ

Print Friendly, PDF & Email